Trishakti Prahar: উত্তরবঙ্গে চলল 'ত্রিশক্তি প্রহর'- এর মহড়া, দেখুন ছবি
বছরের শুরুতেই গত ২১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি 'ত্রিশক্তি প্রহর'- এর মহড়া চালাল ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা এবং সিএপিএফ। যুদ্ধে কীভাবে অস্ত্র নিয়ে ময়দানে নামতে হবে এ ছিল তারই মহড়া।
ফায়ার পাওয়ার এক্সারসাইজের রিভিউ করেছেন লেফটেন্যান্ট জেন রানা প্রতাপ কালিতা।
মহড়ায় কী করে আপদকালে তারাতারি অস্ত্রসস্ত্র নিয়ে স্থানান্তরিত হতে হবে এবং ডেপ্লয়মেন্ট ড্রিলের প্রস্তুতি নেওয়া হয়।
সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল ডিফেন্স অর্গানাইজেশন, পুলিশ, সিএপিএফ অংশগ্রহণ করেছে।
এই মহড়ায় অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গেও পরিচয় করানো হয় সেনাদের। ভারতের কাছে থাকা উন্নত প্রযুক্তির ব্যবহারও শেখানো হয়।
আত্মনির্ভর ভারত অভিযানের ফলশ্রুতি হিসেবে ভারতের নিজের তৈরি অস্ত্র এবং সরঞ্জাম নিয়েও মহড়া চলে। উত্তরবঙ্গকে সুরক্ষা বলয়ের ক্ষেত্রে 'চিকেন নেক' বলা হয়। শিলিগুড়িতে এই মহড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Tags: