Ayodhya Ram Temple: রাতের আলোয় কেমন দেখাবে অযোধ্যার রাম মন্দিরকে? প্রকাশ্যে সেই রূপ
2024-01-10 09:53:29
প্রায় ৫০০ বছরের দীর্ঘ আন্দোলন এবং রামভক্তদের আত্মত্যাগের ওপরে দাঁড়িয়ে অযোধ্যায় নির্মিত হচ্ছে প্রভু শ্রীরামের মন্দির। এই মন্দিরের স্থাপত্য এবং ভাস্কর্যের মধ্যে প্রাচীন ঐতিহ্য চিত্রকলা এবং আধুনিক শিল্পের কারুকার্য সজ্জিত হয়েছে।
আগামী ২২ জানুয়ারি মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। দেশজুড়ে রামভক্তদের মধ্যে চরম উন্মাদনা। দেখে নিন রাতের আলোয় মন্দিরের মনোমুগ্ধ রূপ।
রাম মন্দিরে মোট পাঁচটি মণ্ডপ রয়েছে। এগুলি হল নৃত্য মণ্ডপ, রঙ মণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ, এবং কীর্তন মণ্ডপ।
অযোধ্যার এই মন্দির হবে বিরাট আকৃতির। পূর্ব থেকে পশ্চিমে দৈর্ঘ্য হবে ৩৮০ ফুট, প্রস্থে হবে ২৫০ ফুট এবং উচ্চতায় হবে ১৬১ ফুট।
মন্দিরের নকশা ঐতিহ্যেবাহী নাগরা স্টাইলের। এই মন্দিরের মধ্যে সুপ্রাচীন কালের একটি কুয়ো আছে। এই কুয়োকে ‘সীতা কূপ’ বলা হয়।
প্রভু রামের মন্দির হবে তিনতলা বিশিষ্ঠ। প্রত্যেক তলার দৈর্ঘ্য হবে ২০ ফুট লম্বা। মোট ৩৯২টি স্তম্ভ এবং ৪৪টি দরজা থাকবে মন্দিরে।