Bastille Day: বাস্তিল দিবসে অংশ নিতে ফ্রান্সে ভারতীয় বায়ুসেনা, নৌসেনা! কেন তাৎপর্যপূর্ণ?
2023-07-08 18:17:00
বাস্তিল দিবস কুচকাওয়াজে অংশ নিতে ফ্রান্সে পৌঁছল ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার এক বিশাল দল।
বিগত কয়েক বছর ধরেই ফ্রান্সের বাস্তিল দিবসে অংশগ্রহণ করছে ভারতীয় সামরিক বাহিনী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারত ও ফ্রান্সের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দৃঢ় ও মজবুত হয়েছে। বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে দুদেশের পারস্পরিক সহযোগিতা অন্য মাত্রায় পৌঁছেছে।
বাস্তিল দিবস হল ফ্রান্সের জাতীয় দিবস। অনেকটা ভারতের স্বাধীনতা বা প্রজাতন্ত্র দিবসের মতো। ১৭৮৯ সালে ১৪ জুলাই পতন হয়েছিল বাস্তিল কারাগারের। এই দিনটি ফরাসি বিপ্লবের ক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ।
প্রতিবছর ১৪ জুলাই বাস্তিল দিবস হিসেবে উদযাপিত হয়। এদিন রাজধানী প্যারিসের রাজপথ শঁজেলিজে-তে বর্ণাঢ্য কুচকাওয়াজ হয়, শোভাযাত্রা হয়।
ওই কুচকাওয়াজে অংশ নিতে দেখা যাবে ভারতীয় নৌসেনা ও বায়ুসেনার জওয়ানদের। প্যারিসের আকাশে দেখা যাবে ভারতীয় বায়ুসেনার ফ্লাই-বাই। এর জন্য শুক্রবার, ভারত থেকে রওনা দেয় বায়ুসেনার বিরাট দল।
বায়ুসেনার দলে রয়েছে চারটি রাফাল, দুটি সি-১৭ গ্লোবমাস্টার। ফ্রান্সে পৌঁছেছেন ভারতীয় বায়ুসেনার ৭২ জনের প্রতিনিধিদল।
রাফাল চুক্তির সময় ভারত ও ফ্রান্সের মধ্যে বন্ধুত্বের সম্পর্কে বিরাট পরিবর্তন আসে। ফ্রান্সের সংস্থা দাসো এভিয়েশনের তৈরি রাফাল বর্তমানে ভারতীয় বায়ুসেনার পোস্টার বয়। যদিও, এর আগে একাধিক ফরাসি যুদ্ধবিমান ব্যবহার করেছে ভারত।
রাফালের আগে আরও ৫টি বিভিন্ন ফরাসি যুদ্ধবিমান ব্যবহার করেছে ভারতীয় বায়ুসেনা। শুরুটা হয়েছিল উরাগন দিয়ে। এর পর এক এক করে এসেছে ব্রেগে আলিজ, মিস্তিয়ের, সেপক্যাট জাগুয়ার ও মিরাজ ২০০০।
ভারতীয় বায়ুসেনার পাশাপাশি, ফ্রান্সের বাস্তিল দিবস উদযাপনে অংশ নিচ্ছে ভারতীয় নৌসেনাও। এই দলে রয়েছেন ৪ অফিসার ও ৬৪ জন নাবিক। তাঁরা কুচকাওয়াজে হাঁটবেন। ভারতীয় প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন কমান্ডার ব্রত বাঘেল।
এছাড়া, ভারতীয় গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই আগামী ১২ তারিখ ফ্রান্সে পৌঁছবে। ফ্রান্সের ব্রেস্ত অঞ্চলে ফরাসি নৌসেনার সঙ্গে যৌথভাবে এই বিশেষ দিবস উদযাপন করবে ভারতীয় নৌসেনা।