Exercise Devil Strike: চিন সীমান্তের কাছে ১০০০-এর বেশি ভারতীয় কমান্ডোর ‘ডেভিল স্ট্রাইক’
2024-02-01 19:15:07
নজরে চিন। তাই উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকায় চলল সেনা ও বায়ুসেনার বিশেষ যৌথ মহড়া। টানা ছ’দিন ধরে চলা এই বড় মাপের মহড়া শুরু হয়েছিল ২২ জানুয়ারি। শেষ হয়েছে ২৭ জানুয়ারি। উত্তরবঙ্গের আকাশে, জলপথে চলল সেনা বাহিনী ও বায়ুসেনার বিশেষ মহড়া। মহড়ার আনুষ্ঠানিক নাম ছিল ‘ডেভিল স্ট্রাইক’। ছবি সৌজন্য— প্রতিরক্ষামন্ত্রক।
বায়ুসেনার অত্যাধুনিক যুদ্ধবিমানগুলি অংশ নিয়েছিল এই সামরিক মহড়ায়। বায়ুসেনার সব প্রথম সারির যুদ্ধবিমান যেমন— এন ৩২, সুখোই ৩০, রাফাল, জে ৩০ সুপার হারকিউলিস, অ্যাডভান্সড ল্যান্ডিং হেলিকপ্টার মহড়ায় অংশ নিয়েছিল। ছবি সৌজন্য— প্রতিরক্ষামন্ত্রক।
মহড়ার মূল লক্ষ্য ছিল, আকাশ পথে ভারতের সামরিক শক্তিকে আরও একবার পরখ করে নেওয়া। বাহিনীর তৎপরতা, কৌশল, নিপুনতা ঠিকঠাক দেখতেই মহড়া। মহড়া চলেছে গোটা উত্তরবঙ্গের বায়ুসেনা ঘাঁটি জুড়ে। ছবি সৌজন্য— প্রতিরক্ষামন্ত্রক।
বায়ুসেনার এই ‘ডেভিল স্ট্রাইক’ মহড়ায় অংশ নিয়েছিলেন সেনার মোট এক হাজার জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত প্যারা কমান্ডোরা। তাঁদের যোগ্য সঙ্গ দেন বায়ুসেনার গরুড় কমান্ডো-বাহিনী। ছবি সৌজন্য— প্রতিরক্ষামন্ত্রক।
আকাশ থেকে লক্ষ্য নষ্ট শুধু নয়, আকাশ থেকে পরপর প্যারাশুটে সেনার নেমে আসা, ভারী অস্ত্র-সহ নানা সরঞ্জাম নামিয়ে সমতলের বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে নির্দিষ্ট কাজে গতি এবং সফলতা দেখা হয়েছে। ছবি সৌজন্য— প্রতিরক্ষামন্ত্রক।
কোথাও তিস্তা নদীতে বিশেষ ডুবুরি নামল তো কোথাও তিস্তার জলে স্পিডবোট চালিয়ে পারে সারি দিয়ে উঠে এলেন কালো পোশাকে ঢাকা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ কমান্ডোরা। ছবি সৌজন্য— প্রতিরক্ষামন্ত্রক।
ঠিক সিনেমার মতো, মাটিতে থাকা কমান্ডোরা লেজার রশ্মি দিয়ে শত্রু-টার্গেটকে চিহ্নিত করছে। ঠিক তার পরেই মাঝ-আকাশ থেকে মিসাইল নিক্ষেপ করে সেই লক্ষ্যবস্তু ধ্বংস করে দিচ্ছে রাফাল বিমান। ছবি সৌজন্য— প্রতিরক্ষামন্ত্রক।
ঠিক একই সময়, শত্রু-ভূমে নেমে বন্দিদের উদ্ধার করছে কমান্ডো-বাহিনীর আর একটি ইউনিট। কোথাও আত্মগোপন করে থাকা হাই-ভ্যালু-টার্গেটকে চোখের পলকে তুলে নিয়ে বেরিয়ে গেল কমান্ডোরা। ছবি সৌজন্য— প্রতিরক্ষামন্ত্রক।
এই মহড়ার অন্যতম বড় সাফল্য হল ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের ব্যবহার। কারণ বর্তমান সময়ে যে কোনও যুদ্ধকালীন পরিস্থিতিতে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ব্যবহার হচ্ছে। সেই বিষয়টি মাথায় রেখেই এবার এই জাতীয় সমরাস্ত্রগুলি ব্যবহার করা হয়েছে মহড়ায় এবং শক্তি পরখ করে নেওয়া হয়েছে। ছবি সৌজন্য— প্রতিরক্ষামন্ত্রক।