Indian Army: ঘূ্র্ণিঝড় ‘বিপর্যয়’-এর মোকাবিলায় প্রস্তুত ভারতীয় সেনা
2023-06-16 16:46:33
চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ (Cyclone Biparjoy। আগামী ১৫ জুন গুজরাটের কচ্ছ ও পাকিস্তানের করাচির মধ্যবর্তী কোনও জায়গায় আছড়ে পড়তে পারে ‘বিপর্যয়’। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের আগে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখছে ভারতীয় সেনা (Indian Army)।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে একসঙ্গে ত্রাণ ও উদ্ধারকাজের জন্য প্রস্তুতি নিচ্ছে সেনাকর্মীরা।
গুজরাটের ভূজ, জামনগর, গান্ধীধাম, ধারাংধারা, ভদোদরা ও গান্ধীনগরে দুর্গতদের সাহায্যের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে। সেগুলিতে সেনার তরফে সবরকম প্রস্তুতি রাখা হচ্ছে।
নালিয়া, দ্বারকা ও আম্রেলির মতো কিছু ফরওয়ার্ড লোকেশনেও প্রস্তুতি সেরে রাখা হচ্ছে। ওষুধ ও জরুরি পরিষেবাও তৈরি রাখা হয়েছে।
দুর্যোগ মোকাবিলার জন্য যে যে সংস্থা কাজ করছে, তাদের সকলের মধ্যে যোগাযোগের জন্য একটি প্লাটফর্ম তৈরি করা হচ্ছে।
ইতিমধ্যেই একটি জরুরি বৈঠকও হয়ে গিয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বে সেই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় সেনার প্রতিনিধিরাও।
সেনার তরফে দুর্যোগের সময়ে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রতিবেশী রাজ্য রাজস্থান থেকেও প্রয়োজনীয় সাহায্য নেওয়া হচ্ছে। ঝড়-বৃষ্টির সময়ে যাতে ন্যূনতম ক্ষয়ক্ষতি হয়, তা নিশ্চিত করতে তৎপর সেনা। (সব ছবি প্রতিরক্ষা মন্ত্রকের সৌজন্যে প্রাপ্ত)