Bharat Gaurav scheme: পুণ্যার্থীদের জন্য সূচনা ভারত গৌরব যাত্রা ট্রেনের, যাওয়া যাবে কোথায়?
2022-06-15 17:40:26
পথচলা শুরু ভারত গৌরব (bharat Gaurav) যাত্রা ট্রেনের। ট্রেন (train) যাবে কোয়েম্বাত্তুর উত্তর থেকে শিরডি সাইনগর পর্যন্ত। ট্রেন যাত্রার সূচনা করেন দক্ষিণ রেলের সালেম ডিভিশনের ম্যানেজার গৌতম শ্রীনিবাস।
রেলের তরফে জানানো হয়েছে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে চালবে ট্রেন। এই সফরে ভ্রমণ করছেন ১১০০ যাত্রী।
ট্রেনের অন্দরসজ্জা চোখ ধাঁধানো। যাত্রীদের শোনানো হবে ভক্তিগীতি। রেডিও জকি দিয়ে বলা হবে আধ্যাত্মিক গল্পও। রেলের তরফে বলা হয়েছে, এই ট্রেন যাত্রা থেকে প্রতি বছর ৩.৩৪ কোটি টাকা উঠে রাজস্ব আদায় হবে।