International Tiger Day: ২৯ জুলাই ‘আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস’, জানুন দেশের ৫ জাতীয় উদ্যানের কথা
2024-07-29 10:36:01
প্রতিবছর ২৯ জুলাই পালিত হয় আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। এই দিনে প্রচার করা হয় বাঘ সংরক্ষণের গুরুত্ব। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে আলোচনা করা হয়, বর্তমান সময়ে এই বন্য প্রাণীটি ঠিক কী কী ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করছে! আজ আমরা আলোচনা করব ভারতের বেশ কিছু টাইগার সাফারি নিয়ে।
বান্ধবগড় ন্যাশনাল পার্ক হল ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান যা মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় অবস্থিত। সব থেকে বেশি বাঘ রয়েছে এই পার্কে। এর পাশাপাশি এখানে চিতাবাঘ, হরিণেরও দেখা পাওয়া যায়। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বান্ধবগড় ন্যাশনাল পার্কে সফর করা যেতে পারে।
রাজস্থানের রণথম্বোর ন্যাশনাল পার্ক, ভারতের অন্যতম জনপ্রিয় সাফারিগুলির অন্যতম। এই জাতীয় উদ্যানের রয়েছে বেশ কিছু ঐতিহাসিক তাৎপর্যও। বিশ্বজুড়ে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফাররা এই জাতীয় উদ্যানকে বেছে নেন নিজেদের কাজের জন্য। রণথম্বোর জাতীয় উদ্যান ভ্রমণের সর্বোত্তম সময় হল অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে।
কানহা জাতীয় উদ্যানও মধ্যপ্রদেশে অবস্থিত। ‘দ্য জঙ্গল বুক’ এই জঙ্গলের প্রেক্ষাপটেই লিখেছিলেন রুডইয়ার্ড কিপলিং। কানহাতে শুধু বিপুল সংখ্যায় বাঘ থাকে তা নয়, এর পাশাপাশি হরিণও রয়েছে এখানে প্রচুর। শীতকালের মাসগুলিতে এই জাতীয় উদ্যানে ভ্রমণ করা যেতে পারে।
জিম করবেট ন্যাশনাল পার্ক হিমালয়ের পাদদেশে উত্তরাখণ্ডে অবস্থিত। এই ন্যাশনাল পার্ক ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যানগুলির মধ্যে একটি। ফিশিং ক্যাট, চিতাবাঘ, স্লথ বিয়ার প্রভৃতি বিভিন্ন প্রাণীকে এখানে দেখা যায়।
মধ্যপ্রদেশে অবস্থিত পান্না ন্যাশনাল পার্ক। বাঘ, চিতা বাঘের পাশাপাশি এখানে ২০০টিরও বেশি প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। এই জাতীয় উদ্যান ভ্রমণের সর্বোত্তম সময় হল অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত।