International Yoga Day: মানবতার জন্য যোগাভ্যাস! প্রধানমন্ত্রী থেকে আমজনতার যোগা-যোগ
2022-06-21 15:48:37
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী মোদি যোগ দিবস পালন করেন। গোটা দেশই মোদির যোগ ব্যায়াম থেকে অনুপ্রাণিত। মঙ্গলবার মাইসুরু প্রাসাদ প্রাঙ্গণে ১৫ হাজার মানুষের সঙ্গে যোগ ব্যায়াম করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছরের থিম,মানবতার জন্য যোগাভ্যাস।
যোগব্যায়াম আমাদের সমাজ, দেশ, বিশ্ব এবং এই মহাবিশ্বে শান্তি আনে। যোগব্যায়ামের মাধ্যমে শান্তি শুধুমাত্র ব্যক্তির জন্য নয়। সমগ্র জাতির জন্য। আন্তর্জাতিক যোগদিবসে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর মতে, আন্তর্জাতিক যোগ দিবস বিশ্বব্যাপী উৎসবে পরিণত হয়েছে। ২ বছর বিশ্বজুড়ে কঠিন সময় গিয়েছে। তারপরও যোগ নিয়ে উৎসাহ তুঙ্গে।
দিল্লির লাল কেল্লায় যোগ দিবস উদযাপন করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আচার্য বালকৃষ্ণও।
যোগ-চর্চায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবারের যোগ দিবসের থিম 'যোগা ফর হিউম্যানিটি'। সূর্যোদয়ের সঙ্গে এবং সূর্যের গতিবিধির সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে মানুষ যোগব্যায়াম করছে।
হরিয়ানার কুরুক্ষেত্রে সাধারণ মানুষের সঙ্গে যোগাভ্যাস করলেন কেন্দ্রীয়মন্ত্রী পীযুষ গোয়েল।
দিল্লির লোটাস টেম্পলের সামনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও নানা দেশের কূটনীতিকরা।
সারাদেশের বিভিন্ন স্থানে যোগ দিবসের উৎসাহ দেখা গেছে। যোগা-ভ্যাস উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
যন্তর মন্তরে যোগ দিবস পালন করলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন।
যোগ ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির একটি বিস্ময়কর ঐতিহ্য। ঋষিকেশে সাধারণ মানুষের সঙ্গে যোগ-সাধনায় মগ্ন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
আন্তর্জাতিক যোগ দিবসে যোগাভ্যাস রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। এদিন তিনি জানান, যোগ-চর্চা ভারতের প্রাচীন সংস্কৃতি। প্রতিদিনের জীবনযাত্রায় যোগ যদি নিয়ম মেনে করা যায় তাহলে সুস্থ জীবন সঙ্গী হবে সকলের।