Kashmir Tour: কাশ্মীর ঘুরতে যাচ্ছেন? জানুন উপত্যকার ৭ মোহময়ী স্থান সম্পর্কে
ভূ-স্বর্গ বিশেষণ বোধহয় কাশ্মীরের ক্ষেত্রে একেবারেই সামঞ্জস্যপূর্ণ। ঘাসের সবুজ চাদর বিছানো মাঠ, পাহাড়ি নদীর স্রোতের ধ্বনি, তুষারশুভ্র পর্বত উপত্যকা, ঘন অরণ্য দেশ বিদেশ থেকে টেনে আনে পর্যটকদের। হোটেলগুলো ভিড়ে ঠাসা। হলিউড বলিউডের একাধিক ছবির শ্যুটিং স্পট হিসাবে পরিচালকদের পছন্দের তালিকায় উঠে এসেছে কাশ্মীর।
লোলাব ভ্যালি কাশ্মীরের কুপওয়ারা জেলায় অবস্থিত। শান্ত, নিরিবিলি মনোরম পরিবেশের এই ভ্যালি সাজানো রয়েছে ধানের জমি, আপেল ক্ষেত দিয়ে।
দুধপাথরি কাশ্মীরের বুদগাম জেলায় অবস্থিত। পাহাড়ি নদীর স্রোতের সাদা ফেনায় দূর থেকে দেখলে মনে হবে কেউ যেন দুধ দিয়ে সাজিয়ে রেখেছে এই জায়গা। তাই এমন নামকরণ।
ইয়ুসমার্গ হল এমন জায়গা যেখানে পেতে পারেন ইউরোপের আবহাওয়া। শ্রীনগর থেকে ৪৫ কিমি দূরের এই স্থান আপেল বাগান দিয়ে ঘেরা।
বাঙ্গুস ভ্যালিও কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত। মনোরম পরিবেশ, ঘন অরণ্য, পর্বত উপত্যকায় ঘেরা এই স্থান পর্যটকদের বেশ পছন্দের।
আহরবাল জলপ্রপাতকে কাশ্মীরের নায়াগ্রা বলা হয়ে থাকে। মনোরম পরিবেশের এই জায়গা পিকনিক স্পটও বটে। এই স্থান কাশ্মীরের কুলহাম জেলায় অবস্থিত।
টারসাস ও মারসাস হ্রদ কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত। হ্রদ ট্রেকিং এর জন্য এই স্থান খুবই জনপ্রিয়।
গুরেজ উপত্যকা কাশ্মীরের উত্তর অংশে অবস্থিত। শ্রীনগর থেকে এর দূরত্ব ১৩০ কিমি। গুরেজ উপত্যকা বিখ্যাত সেখানকার ঝিলের জন্য।
Tags: