Tirupati Temple: তিরুপতি মন্দিরের মোট সম্পত্তি তিন লাখ কোটি! ভক্তদের চুল বেচে কত আয় জানেন?
2024-09-22 15:44:02
তিরুপতি মন্দিরের প্রসাদ বিতর্কে তোলপাড় শুরু হয়েছে দেশে। মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। প্রসাদ বিতর্কে প্রথম সরব হন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু। এরপর গত শুক্রবারই এক আইনজীবী সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মিশিয়ে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ভাবাবেগে আঘাত করা হয়েছে।
তিরুপতি মন্দিরে সারা বছর লাখ লাখ ভক্তের সমাগম হয়। নামী তারকা থেকে তাবড় শিল্পপতি- অনেকেই মেনে চলেন মন্দিরের দেবতাকে। তিরুপতি মন্দিরের আরাধ্য দেবতা ভেঙ্কটেশ্বর। যিনি বিষ্ণুর অবতার। বালাজি, গোবিন্দ, শ্রীনিবাস একাধিক নামে ডাকা হয় এই দেবতাকে।
আজকে আমরা জানব তিরুপতি মন্দিরের নানা অজানা কথা। তিরুপতির তিরুমালা পাহাড়ের ওপর অবস্থিত এই মন্দিরে দিনে প্রায় ৫০ হাজার দর্শনার্থী আসেন। দশম শতকে নির্মিত মন্দিরটি অবস্থান করছে ১৬.২ একর জায়গা জুড়ে।
তিরুপতি মন্দির হল বিশ্বের অন্যতম ধনী মন্দির। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, তিরুপতি মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ নাকি তিন লাখ কোটি টাকা।
তিরুপতি মন্দিরের পরিচালন পর্ষদের নাম ‘তিরুমালা তিরুপতি দেবস্থানম’ (টিটিডি)। ২ বছর আগে মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ নিয়ে তারা তথ্য পেশ করে। টিটিডির দেওয়া তথ্য অনুযায়ী, তিরুমালা মন্দিরের বার্ষিক আয় ১,৪০০ কোটি টাকা।
প্রতি দিন হাজার হাজার ভক্ত ভিড় জমান তিরুপতি মন্দিরে। ভক্তদের দেবতার উদ্দেশে চুল নিবেদন করেন এখানে। এই চুল বিক্রি করে বছরে কোটি কোটি টাকার ব্যবসা করে মন্দির কর্তৃপক্ষ।
প্রচলিত বিশ্বাস, এই মন্দিরে ভক্তেরা যত পরিমাণ চুল দেন, দেবতা তার ১০ গুণ বেশি সম্পত্তি ফিরিয়ে দেন। ভক্তদের বিশ্বাস, তিরুপতি মন্দিরে চুল দিলে সন্তুষ্ট হন মা লক্ষ্মী। তাই এখানে শুধু পুরুষ নন, মহিলারাও ইচ্ছাপূরণ হলে চুল দান করেন।
শুনলে আশ্চর্য্য হয়ে যাবেন বিগত কয়েক বছরের পরিসংখ্যান জানলে। তথ্য বলছে প্রতিবছর গড়ে ৫০০ থেকে ৬০০ টন চুল দেন ভক্তরা।
ভক্তদের কেটে ফেলা চুল প্রথমে গরম জলে ফোটানো হয়। তার পর তা সাবান দিয়ে ধুয়ে শুকানো হয়। পরে একটি গুদামে ভরে রাখা হয়। সেই গুদামের তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে।
২০২১ সালের জানুয়ারি মাসে তিরুপতি মন্দির কর্তৃপক্ষ ১ লাখ ৪৩ হাজার ৯০০ কেজি চুল বিক্রি করেছিল বলে জানা যায়। অনলাইনে সেই চুল নিলাম করে আয় হয়েছিল ১১ কোটি ১৭ লাখ টাকা।
ভক্তদের চুল অনলাইনে নিলাম করা হয়। নিলাম করে তিরুমালা তিরুপতি দেবস্থানম। পরে এই চুল বিক্রি হয় চিন, আমেরিকা-সহ ইউরোপ, আফ্রিকার বিভিন্ন দেশে। এই চুল দিয়ে তৈরি হয় ‘উইগ’ বা পরচুল।