Lok Sabha Election 2024: গণতন্ত্রের উৎসবে সামিল, সকাল সকাল ভোট দিলেন সঙ্ঘ প্রাধান মোহন ভাগবত
2024-04-19 12:20:57
১৯ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হল প্রথম দফার নির্বাচন। সকাল সকাল বুথে গিয়ে নিজেদের ভোটদান পর্ব মিটিয়ে এসেছেন সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও। ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ১০২টি আসনে। সাত দফার মধ্যে এই প্রথম দফাতেই সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে।
রাষ্ট্রীয় সেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত শুক্রবার সকাল সকালই ভোট দিতে বুথে পৌঁছে যান। মহারাষ্ট্রের নাগপুরের এক বুথে এসে ভোট দেন তিনি।
ভোট দিলেন অসমের ডিব্রুগড় কেন্দ্রের প্রার্থী কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
শুক্রবার সকালে উত্তরাখণ্ডের এক বুথে ভোট দিলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ভোট দিয়ে এসে তিনি বলেন, ‘‘সকলের উচিত ভোট দেওয়া।’’
কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান উত্তরপ্রদেশের মুজাফফরনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুক্রবার সকালে স্ত্রী সুনীতা বালিয়ানের সঙ্গে ভোট দিতে যান তিনি।
ইম্ফল ইস্ট কেন্দ্রের একটি বুথে ভোট দিচ্ছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ইনার মণিপুরে (Manipur) শুক্রবার ভোট হলেও আউটার মণিপুরে প্রথম দফায় ভোট করানো হচ্ছে আংশিকভাবে।
তামিলনাড়ুতে নিজের লোকসভা কেন্দ্রে ভোট দিলেন আধ্যাত্মিক ধর্মগুরু সদগুরু জগ্গি বাসুদেব।
ভোট দিলেন হরিদ্বারের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।
Tags:
india news
Madhyom
election news
bangla news
mohan bhagwat
ECI
Election Commission of India
Loksabha Polls
Lok Sabha Election 2024
news in bengali
Loksabha Vote
ls election 2024
ls polls 2024
lok sabha election news
lok sabha phase 1 polling
lok sabha phase 1 voting
lok sabha election pollday
lok sabha election voting
india votes
lok sabha vote pollday 1
phase 1 voting
political leaders
vote phase 1
voting poll day 1
phase 1 polling