অমরনাথ, ভারতের পরিচিত তীর্থ স্থানগুলির মধ্যে অন্যতম। এখানে পৌঁছানো সকলের পক্ষে সম্ভব হয় না। এটি সমতল থেকে ৩,৮৮৮ মিটার (১২,৭৫৬ ফুট) উঁচু একটি গুহাতে অবস্থিত। গুহাটির চারিদিকের পাহাড়গুলি সাদা তুষারে আবৃত থাকে বছরের অনেক মাস। এমনকী এই গুহার প্রবেশ পথও বরফ ঢাকা পরে যায়। অমরনাথের গুহাতে চুইয়ে পড়া জল জমে শিবলিঙ্গের আকার ধারণ করে।