প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী পালিত হয়। এটি বিনায়ক চতুর্থী নামেও পরিচিত। গণেশ চতুর্থী, ১০ দিন ধরে উদযাপন করা হয়। এবছর ৩১ অগাস্ট শুরু হবে এবং ১০ সেপ্টেম্বরে শেষ হবে। এই দিনে ভগবান গণেশের ভক্তরা তাঁর মূর্তি বাড়িতে নিয়ে এসে স্থাপন করেন ও তাঁর পুজো করেন। তবে এই বছর মহারাষ্ট্রে আরও বেশি জাঁকজমকের সঙ্গে উদযাপন করতে চলেছে সবাই, কারণ করোনার জন্য এতদিন মানুষ কোনও উৎসবই পালন করতে পারেননি।