MALABAR 2024: শঙ্কিত চিন! সম্পন্ন হল কোয়াড জোটের মালাবার নৌ মহড়া
2024-10-19 17:25:42
ভারতের ইস্টার্ন নেভাল কমান্ডের তত্ত্বাবধানে মালাবার ২০২৪ নৌ মহড়া সম্প্রতি শেষ হল। ৮ অক্টোবর কোয়াড জোটের এই মহড়া শুরু হয়। ১৮ অক্টোবর, শুক্রবার বিশাখাপত্তনমে এই মহড়া শেষ হল।
আমেরিকা, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নৌবাহিনী একসঙ্গে এই মহড়া করে। মহড়ার প্রথম পর্বে সমুদ্রপৃষ্ঠ, অ্যান্টি-সাবমেরিন ও অ্যান্টি-এয়ার যুদ্ধ পরিচালনা, ক্রস ডেক ফ্লাইং, সিম্যান শিপ, ফায়ারিংসহ জটিল ও উন্নত নৌ রণকৌশল অনুশীলন করা হয়।
১৯৯২ থেকে সমুদ্র সুরক্ষার লক্ষ্যে দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে আমেরিকার সঙ্গে যৌথ নৌ মহড়া শুরু করেছিল ভারত। ২০১৫ সালে মালাবার মহড়ায় যুক্ত হয়েছিল জাপানের নৌবাহিনীও।
গোড়া থেকেই কোয়াড জোটের এই মালাবার মহড়া নিয়ে সন্দিহান ছিল চিন। তাদের ধারণা, ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের ক্ষমতা জাহির করতেই এই মহড়া করা হয়।
বিশ্লেষকদের মতে, মালাবার মহড়ায় শক্তি প্রদর্শন করে চিনকে বার্তা দিয়ে চায় ভারত। কারণ সাম্প্রতিক সময়ে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গতিবিধি বাড়িয়ে দিয়েছে লাল ফৌজ। বেজিংকে নজরে রেখেই এই মহড়ায় বিশেষ জোর দেওয়া হয়েছে।