PM Modi: ভোটের পর প্রথম বারাণসী সফর মোদির, বিশ্বনাথ মন্দিরে দিলেন পুজো, সারলেন গঙ্গা আরতিও
2024-06-19 15:25:30
তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসে প্রথমবার বারাণসী গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এটি তাঁর সাংসদ ক্ষেত্র। কিষান সম্মান নিধি প্রকল্পের ২০ হাজার কোটি টাকা অনুমোদন করেন তিনি। এই প্রকল্পে কৃষকরা বছরে ৬ হাজার করে টাকা পান।
কাশীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী হাত নাড়েন উপস্থিত জনতার উদ্দেশে।
কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোও দেন প্রধানমন্ত্রী। ভিক্ষে করেন দেবতার আশীর্বাদ (PM Modi)। এই সময় মন্দিরে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। স্তোত্র উচ্চারণ করে বিশেষ পুজো করেন বিশ্বনাথ মন্দিরের প্রধান পুরোহিত শ্রীকান্ত মিশ্র। করেন আরতিও।
কাশীর দশাশ্বমেধ ঘাটে প্রতিদিন আরতি হয় গঙ্গার। যা দেখতে নিত্যদিন লাখো মানুষ ভিড় করেন কাশীতে।
দশাশ্বমেধ ঘাটে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে গঙ্গা আরতিতেও অংশ নেন প্রধানমন্ত্রী।
গঙ্গা মাইয়ার আরতি করার পর তাঁর কাছে প্রার্থনাও করেন প্রধানমন্ত্রী।
যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে প্রণাম করেন গঙ্গাাকে। মঙ্গলকামনা করেন দেশবাসীর।
ড্রাম বাজিয়ে, শঙ্খধ্বনি করে বারাণসীতে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে। দেওয়া হয় ‘হর হর মহাদেব’ ধ্বনিও (PM Modi)। আর মন্দির নগরীতে পা রেখেই দেশবাসীর মঙ্গলকামনায় মগ্ন হয়ে পড়েন প্রধানমন্ত্রী।