গান্ধীনগর থেকে আজ তৃতীয় বন্দে ভারত ট্রেনকে (Vande Bharat Express) সবুজ পতাকা দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সকাল সাড়ে ১০টার সময় এই ট্রেনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
বুলেট ট্রেনটি চলবে আমদাবাদ-মুম্বই রুটে। মোট ৪৯১ কিলোমিটার যাত্রা করবে ট্রেনটি। এই দীর্ঘ যাত্রাপথের মাঝে ট্রেনটি কেবলমাত্র সুরাট এবং বরোদায় দাঁড়াবে।
মুম্বই এবং আমদাবাদের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের এক্সিকিউটিভ ক্লাসের বেস ভাড়া ২,৩৪৯ টাকা। চেয়ার কারের ভাড়া ১,১৪৪ টাকা। শতাব্দী এক্সপ্রেসের বেস ভাড়ার থেকে মাত্র ১.৪ গুণ বেশি। এই ভাড়ার উপর ৫ শতাংশ জিএসটি ধার্য করা হবে।
শতাব্দী এক্সপ্রেসের ভাড়ার থেকে মাত্র ১.৪ গুণ বেশি এই ট্রেনের ভাড়া। এই ভাড়ার উপর ৫ শতাংশ জিএসটি ধার্য করা হবে।
রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে আমজনতার জন্য মুম্বই সেন্ট্রাল স্টেশন-গান্ধিনগর ক্যাপিটাল স্টেশন রুটে বন্দে ভারতের পরিষেবা শুরু করা হবে ৷ রবিবার বাদে সপ্তাহের বাকি ছ'দিনই এই ট্রেন চলবে ৷ মুম্বই থেকে ট্রেন ছাড়বে সকাল ৬টা ১০ মিনিটে ৷
গান্ধীনগরে পৌঁছবে দুপুর ১২টা ৩০ মিনিটে ৷ ওই একই ট্রেন গান্ধিনগর থেকে ফিরতি পথে যাত্রা শুরু করবে দুপুর ২টো ৫ মিনিটে ৷ মুম্বই পৌঁছবে রাত ৮টা ৩৫ মিনিটে ৷
ফটোক্যাটালিটিক এয়ার পিউরিফায়ার সিস্টেম থাকায় নতুন বন্দে ভারত ট্রেনে করোনা এবং অন্যান্য বায়ুবাহিত রোগের সংক্রমণ হবে না। ট্রেনের বাতাস জীবাণুমুক্ত রাখতে ইউভি ল্যাম্প আছে প্রতিটি কোচে। কোচে রয়েছে লেভেল ২ ইন্টিগ্রেশন সার্টিফিকেশন সেফটি। যাত্রী সুরক্ষার দিকে বেশ নজর দেওয়া হয়েছে।
এর আগে ট্রায়াল রানের ট্রেনটি মাত্র ৫২ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি অর্জন করে। এর ফলে বুলেট ট্রেনের রেকর্ডও ভেঙে দিয়েছে বন্দে ভারত।