যখনই নরেন্দ্র মোদি দেশের বাইরে কোনও বৈঠকে যোগ দিতে যান তখনই বিশ্বনেতাদের জন্যে হাতে করে কিছু না কিছু উপহার নিয়ে যান। মূলত সেই উপহারগুলি হয় দেশের ঐতিহ্যবাহী শিল্পকর্ম। বাইরের দেশে সর্বদাই ভারতের ঐতিহ্য ছড়িয়ে দেন তিনি। সেই কাজই ফের একবার করলেন মোদি। ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত জি ২০ সম্মেলনে বিশ্বের তাবড় দেশের রাষ্ট্রনেতাদের জমায়েত দেখা গিয়েছে। আর তাঁদেরই উপহারে দেশের ঐতিহ্যবাহী শিল্পকর্ম দিলেন প্রধানমন্ত্রী।