PM Modi Meditating: হাতে রুদ্রাক্ষের জপমালা, পরনে গেরুয়া বসন, ধ্যানমগ্ন মোদির ছবি প্রকাশ্যে
2024-05-31 12:29:36
প্রকাশ্যে এল ধ্যানরত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। বৃহস্পতিবার সন্ধ্যে ৬টা ৪৫ মিনিট নাগাদ কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে তিনি ধ্যানে বসেছেন।
প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর, শুক্রবার, সকাল ১০টা নাগাদ ধ্যানমগ্ন প্রধানমন্ত্রীর ছবি প্রকাশ্যে এল। ৪৮-ঘণ্টা তিনি ধ্যানরত অবস্থায় থাকবেন।
'ওম' এবং বিবেকানন্দের মূর্তির সামনে বসে ধ্যান করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ ছবিতে দেখা যাচ্ছে, মোদির হাতে রুদ্রাক্ষের জপমালা রয়েছে। পরনে তাঁর গেরুয়া বসন। একমনে বসে ধ্যান করছেন প্রধানমন্ত্রী।
এর আগে, দীর্ঘ ভোটপ্রচার শেষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ কন্যাকুমারীতে নামে মোদীর হেলিকপ্টার। এর পর তাঁর কনভয় পৌঁছয় ভগবতী আম্মান মন্দিরে।
তাঁর পরনে ছিল সাদা ধুতি এবং সাদা চাদর। সেখানে দেবী পার্বতীর মন্দিরে পুজো দেন তিনি। পুজো দেওয়ার পর প্রার্থনাও করেন৷
গর্ভগৃহ প্রদক্ষিণ করে আরতিতেও অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁকে মন্দিরের প্রসাদ ও উত্তরীয় দেওয়া হয়৷ এর মধ্যে শাল এবং মন্দিরের প্রধান দেবতার একটি ফ্রেমযুক্ত ছবিও মোদিকে উপহার হিসাবে দেন পুরোহিতরা৷
এর পর, সেখান থেকে কন্যাকুমারী রক মেমোরিয়ালে। পরনে তখন সাদা শার্ট, সাদা ধুতি, গলায় উত্তরীয়। রক মেমোরিয়ালে তিনি রামকৃষ্ণ, সারদা দেবী এবং বিবেকানন্দের ছবি ও মূর্তিতে প্রণাম করেন।
তার পর তিনি বিবেকানন্দের মূর্তির সামনে ধ্যানে বসেন। সেই ছবি এবার প্রকাশিত হল।
জানা গিয়েছে, এই সময়ে ধ্যানের সময় এই ৪৫-ঘণ্টা মোদি শুধু তরল খাবার খাবেন। তাঁর ডায়েটে মূলত থাকছে ডাবের জল, আঙুর ফলের রস এবং জুসের মতো তরল খাবার।
এই গোটা সময় তিনি কারও সঙ্গে কথা বলবেন না। পুরো সময়ে মৌনব্রত পালন করবেন। এমনকী, ধ্যানের স্থল থেকে বেরিয়েও আসবেন না।
আগামী ১ জুন, শনিবার সন্ধ্যা পর্যন্ত— দু’দিন বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান করতে চলেছেন মোদি। প্রসঙ্গত, শনিবারই লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ।
আট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোটগ্রহণ ওই দিন। ওই দফাতেই ভোট রয়েছে মোদির কেন্দ্র বারাণসীতে।
এদিন সকালে প্রধানমন্ত্রীকে সূর্য নমস্কার করতেও দেখা যায়। কন্যাকুমারী দেশের শেষ প্রান্ত, সেখানে দাঁড়িয়েই সূর্যকে প্রণাম করে জলদান করেন প্রধানমন্ত্রী।
এই প্রথমবার নয়। ২০১৯ সালে লোকসভা ভোটের পর কেদারনাথের গুহায় ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী।