৩০০ মিটার দৈর্ঘ্যের এবং ১৪ মিটার চওড়া এই ফুট ব্রিজটি সবরমতী রিভারফ্রন্টের (Sabarmati Riverfront) পূর্ব ও পশ্চিম দিকের মধ্যে সংযোগ স্থাপন করবে ৷ এই সেতুটি পায়ে হেঁটে পারাপার হওয়ার জন্যে।
এলইডি লাইট, রঙ, সব মিলিয়ে আকর্ষণীয় ও অত্যাধুনিক এই ব্রিজের নামকরণ প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ির নামে করা হয়েছে৷ রাজ্যে পর্যটনকে আরও উন্নত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে৷
এই সেতু ব্যবহার করতে পারবেন সাইকেল আরোহীরাও ৷ পথচারীদের জন্য সুসজ্জিত সরণি রয়েছে এই সেতুতে ৷ তাঁরা উপরের ও নীচের, দুই অংশের সরণিই ব্যবহার করতে পারবেন ৷
মোট ২৬০০ মেট্রিক টনের স্টিলের পাইপ দিয়ে তৈরি করা হয়েছে এই সেতু ৷ ছাদ নির্মিত রঙিন ফ্যাব্রিকে ৷ সেতুর রেলিং তৈরি করা হয়েছে কাচ ও স্টেনলেস স্টিল দিয়ে৷
আমদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন এই সেতু নির্মাণের দায়িত্বে ছিল ৷ সেতুটির অন্যতম আকর্ষণ ফুলের বাগান ৷
সবরমতীর নদীর উপর আলোর মালায় সাজানো অটল সেতুর ছবি ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী ৷ অটল সেতু উদ্বোধন ছাড়াও গুজরাতে প্রধানমন্ত্রীর আরও কিছু কর্মসূচি রয়েছে ৷ শনি এবং রবিবার দুদিনের সফরে তিনি থাকবেন গুজরাটে ৷ শনিবার বিকেলে খাদি উৎসবে বক্তৃতা দেবেন তিনি ৷