চিরঘুমের দেশে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা গিয়েছেন তিনি। দীর্ঘ ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে বসেছিলেন তিনি। এই ঘটনার পরেই শোকের ছায়া বিশ্বজুড়ে। রানির প্রয়াণে শেষ হল ব্রিটিশ রাজ পরিবারের এক অধ্যায়। এলিজাবেথ ২১শে এপ্রিল, ১৯২৬ সালে লন্ডনের ১৭ ব্রাটন সেন্টে জন্মগ্রহণ করেন। তিনি ডিউক অব এডিনবরা ফিলিপ মাউন্টব্যাটেনকে বিয়ে করেছিলেন। তাঁদের চার সন্তান রয়েছে- প্রিন্স চার্লস, প্রিন্সেস অ্যান, প্রিন্স অ্যান্ড্রু এবং প্রিন্স এডওয়ার্ড। রানিরর স্বামী রাজা ফিলিপ ২০২১ সালের এপ্রিলে ৯৯ বছর বয়সে প্রয়াত হন। এলিজাবেথ ১৯৫২ সালে তাঁর পিতার মৃত্যুর পর সিংহাসনে বসেন। তিনি রানি হওয়ার পর তিনবার ভারত সফরে এসেছিলেন। একনজরে তাঁর ভারত ভ্রমণ দেখে নিন।