Flash Flood In Sikkim: হড়পা বানে বিধ্বস্ত সিকিম, চারদিকে ধ্বংসলীলার ছবি, আটকে ৩ হাজার পর্যটক
2023-10-05 15:57:33
এক রাতেই ধ্বংস সুন্দর সিকিম। হড়পা বানে বিধ্বস্ত এই পার্বত্য রাজ্য। চারদিকে শুধুই ধ্বংসলীলার ছবি। এর মধ্যে বৃহস্পতিবার সকালে নতুন করে ধস নামে ২৯ মাইল এলাকায়। ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ। জাতীয় সড়কের বিভিন্ন জায়গা ধীরে ধীরে তিস্তার নদীগর্ভে তলিয়ে যাচ্ছে।
মেঘভাঙা বৃষ্টির জেরে লোনক হ্রদ ফেটে তীব্র গতিতে জল নেমে আসে। পাশাপাশি হড়পা বানে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। নিখোঁজ শতাধিক। সরকারি মতে, ১২০ জন।
গতকাল ভেসে গিয়েছিলেন ভারতীয় সেনার ২৩ জওয়ান। একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ২২ জন এখনও নিখোঁজ। এছাড়া, সেনা জওয়ানদের ১৭টি ইনসাস এবং ৩১টি মেশিনগান নিখোঁজ হয়েছে বলে জানা গিয়েছে। সেনার ত্রিশক্তি কোর নিখোঁজদের তল্লাশির কাজ চালাচ্ছে।
সিকিম সরকার সূত্রে খবর, এখনও পর্যন্ত ৩ হাজার পর্যটক রাজ্যের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন। সিকিমের একটা বড় অংশ লাচুং, লাচেনে প্রচুর পর্যটক আটকে রয়েছেন। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে প্রশাসন।
চুংথাং-সহ উত্তর সিকিমের বেশির ভাগ এলাকায় মোবাইল নেটওয়ার্ক এবং ব্রডব্যান্ড পরিষেবা ব্যাহত হয়েছে। তবে বিদ্যুত্ সংযোগ না থাকায় যোগাযোগের ক্ষেত্রে সব থেকে বড় অসুবিধে হয়ে দাঁড়িয়েছে।
বুধবার ভোর থেকে ভয়ঙ্কর বিপর্যয়ে উত্তর সিকিম। মেঘভাঙা বৃষ্টির জেরে লোনক হ্রদ ফেটে তীব্র গতিতে জল নেমে আসে। যার জেরে হড়পা বান দেখা দেয় তিস্তা নদীতে।
সাজানো গোছানো সিংতাম উপত্যকা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে একেবারে। একাধিক গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গুঁড়িয়ে গিয়েছে বাড়িঘর। চুংথাংয়ে একটি নদীবাঁধ সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছে। ওই এলাকা প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।
মঙ্গন জেলার চুংথাং এলাকায় তিস্তা স্টেজ ৩ বাঁধে ১৪ জন শ্রমিক কাজ করছিলেন। হড়পা বান নেমে আসায় সেখান থেকে নিরাপদ জায়গায় ফিরে যেতে পারেননি তাঁরা। প্রাণে বেঁচে গেলেও এখনও নিকটবর্তী টানেলের ভিতর আটকে রয়েছেন শ্রমিকেরা।
এসবের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্যে নেমে পড়েছে সেনা। সেনার ব্রহ্মাস্ত্র কোর উত্তর সিকিমের চুংথাং, লাচুং এবং লাচেন এলাকায় আটকে থাকা নাগরিক এবং পর্যটকদের চিকিৎসা সহায়তা এবং টেলিফোন সংযোগের ব্যবস্থা করে দিচ্ছে।
বুধবারের ঘটনাকে ‘বিপর্যয়’ ঘোষণা করেছে সিকিম সরকার। পরিস্থিতির মোকাবিলায় রাজ্যে লাগু হল বিপর্যয় মোকাবিলা আইন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংকে ফোন করে সিকিমের পরিস্থিতি নিয়ে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।