Odisha Train Accident: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কিছু হৃদয়বিদারক ছবি
2023-06-16 16:48:46
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ওড়িশার বালাসোরে বেশি মানুষ বর্তমানে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
সাম্প্রতিক সময়ে এটি সবথেকে বড় রেল দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনাটি ঘটেছে বালাসোরের কাছে বাহানাগা বাজার স্টেশনে। স্থানটি কলকাতা থেকে ২৫০ কিলোমিটার দূরে।
রেল সূত্রে জানানো হয়েছে, প্রথমে করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এবং এর পর পরই বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেস ট্রেনের লাইনে চলে আসে বগিগুলি।
কোঙ্কন রেলওয়ে জানিয়েছে , এই ভয়াবহ দুর্ঘটনার ফলে গোয়া-মুম্বাই বন্দে ভারত এক্সপ্রেস এর উদ্বোধন স্থগিত রাখা হয়েছে।
ওড়িশা সরকার ভয়ঙ্কর এই রেল দুর্ঘটনার জন্য শনিবার ৩ জুন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
ওড়িশার রিলিফ কমিশনার জানিয়েছেন, জখম ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালকে সতর্ক করা হয়েছে বালাসোর জেলার।
ওড়িশা সরকারের তরফ থেকে জানানো হয়েছে ১১৫ অ্যাম্বুল্যান্স, ৫০ বাস ৪৫ মোবাইল হেলথ ইউনিট কাজ করছে সেখানে এবং তার পাশাপাশি ১২০০ উদ্ধারকর্মী রয়েছেন।
শুক্রবার রাত থেকেই ২০০০ এরও বেশি স্থানীয় মানুষজন বালাসোর মেডিকেল কলেজ এবং হাসপাতালে জড়ো হয়েছেন এবং রক্তদান করছেন।
নিহতদের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার গুরুতর আহতদের জন্য ২ লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা।