Cyclone Mandous: মন্দৌসের ধাক্কায় লন্ডভন্ড চেন্নাই, দেখুন ভয়াবহতার ছবি
শুক্রবার গভীর রাতে তামিলনাড়ুর মামাল্লাপুরম উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মন্দৌস। বৃষ্টি ও ঝড়ের কারণে সংলগ্ন এলাকায় তিন ঘণ্টায় ৬৫টি গাছ উপড়ে পড়েছে। অনেক জায়গায় হাঁটু সমান জল।
ঘূর্ণিঝড় মন্দৌস স্থলভাগে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে শনিবার থেকে এটি দুর্বল হতে শুরু করেছে। দক্ষিণ অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত চলছে।
একাধিক ট্রেন বাতিল হয়েছে, বাতিল করা হয়েছে বিমানও। হাওয়া অফিস সূত্রে খবর, চেন্নাইয়ে এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে ১১৫ মিমি। ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে তামিলনাড়ু ও পুদুচেরিতে। বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত স্কুল-কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাইয়ের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এগমোর এলাকায় প্রবল ঝড়ে পেট্রোল পাম্পে গাছ উপড়ে পড়ে বিপত্তি।
ঝড়ের কারণে চেন্নাইয়ের মাদিপক্কমে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। সইদাপেটে বাড়ির ছাদ ভেঙে পড়ে একই পরিবারের চার জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রবল বৃষ্টির জেরে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। অন্য দিকে, চেন্নাইয়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে ১১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
Tags: