Yashobhoomi: ৫৪০০ কোটি ব্যয়ে নির্মিত ‘যশোভূমি’, রবিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, কী এর বৈশিষ্ট্য?
2023-09-20 21:51:21
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হতে চলেছে ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার যার পোশাকি নাম ‘যশোভূমি’। রবিবার ১৭ সেপ্টেম্বর দিল্লির দ্বারকায় এটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
জানা গিয়েছে, ‘যশোভূমি’ তৈরিতে মোট খরচ হয়েছে ৫,৪০০ কোটি টাকা। ৭৩ হাজার বর্গমিটারের ‘যশোভূমি’তে রয়েছে ১৫টি কনভেনশন রুম। যার মধ্যে রয়েছে একটি অডিটোরিয়াম, ১৩টি মিটিং রুম। পাশাপাশি সাংবাদিক সম্মেলনের ঘরও রয়েছে।
‘যশোভূমি’তে যে কোনও অনুষ্ঠানে মোট ১১ হাজার মানুষ অংশগ্রহণ করতে পারবেন। একটি প্রেস বিবৃতিতে একথা জানিয়েছে কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, ‘যশোভূমি’-এর প্লেনাম হলটিও নানা কারুকার্যে গড়ে তোলা হয়েছে। বসার আসন রয়েছে ৬ হাজারটি।
এই অডিটোরিয়ামে রয়েছে অটোমেটিক সিটিং সিস্টেম। যেখানে আগত অতিথিরা আরামদায়ক অবস্থানে বসে, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
‘যশোভূমি’তে ব্র্যান্ড বল রুমও তৈরি হয়েছে। যেখানে ২, ৫০০ অতিথি একসঙ্গে যে কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া, ১৩টি সভা কক্ষ ৮টি তলা জুড়ে বিস্তৃত রয়েছে।
‘যশোভূমি’র প্রদর্শনী হলটি সাধারণভাবে বাণিজ্য এবং ব্যবসা সংক্রান্ত প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ।
ভারতীয় শিল্প-কলার নিদর্শন ছত্রে ছত্রে দেখা যাচ্ছে ‘যশোভূমি’তে। টেরাজো মডেলে, আলোকিত দেওয়াল এক আলাদা মাত্রা যোগ করেছে ‘যশোভূমি’তে।
একটি প্রদর্শনী হল রাখা হয়েছে যা কিনা মিডিয়া রুম এবং ভিভিআইপি লনের সঙ্গে সম্পর্কিত।
‘যশোভূমি’ তৈরি করা হয়েছে সম্পূর্ণভাবে পরিবেশবান্ধব নীতিতে। বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা রয়েছে ‘যশোভূমি’তে।
সমগ্র নির্মাণটি ভারতের গ্রিন বিল্ডিং কাউন্সিলের কাছ থেকে সার্টিফিকেটও পেয়েছে। জানা গিয়েছে, দিল্লির এয়ারপোর্ট মেট্রো লাইনে জুড়ছে ‘যশোভূমি’র সঙ্গে।