উত্তর প্রদেশের বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চার লেন বিশিষ্ট রাস্তাটির দৈর্ঘ্য ২৯৬ কিলোমিটার। রাস্তাটি তৈরি করতে খরচ হয়েছে ১৪ হাজার ৮৫০ কোটি টাকা।
২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। কাজ শেষ হয়েছে মাত্র ২৮ মাসে।
রাস্তাটি তৈরি করেছে উত্তর প্রদেশ এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি। চার লেনের রাস্তাটি ভবিষ্যতে ছয় লেনে পরিণত করা যাবে।
রাস্তাটি তৈরির ফলে এক ধাক্কায় উন্নতি হবে অর্থনীতির।
বান্দা ও জালাউন জেলার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল করিডরের কাজও চলছে। সেখানেও তৈরি হচ্ছে এক্সপ্রেসওয়ে।