মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রের মোদি সরকার প্রবর্তিত বন্দে ভারত ট্রেন (Vande Bharat Sleeper Train) যাত্রী মহলে বিশেষ সাড়া ফেলেছে। শীঘ্রই বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হতে চলেছে। চেন্নাইয়ের ‘ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরি’-তে নির্মিত হয়েছে এই বিশেষ কোচগুলি। মুক্তির আগে সেই কোচের কিছু ছবি প্রাকশ্যে এসেছে। জানা গিয়েছে, মোট ৮০০ কিমি থেকে ১২০০ কিমি দূরত্বের সফর করতে প্রাথমিক ভাবে ব্যবহার করা হবে ট্রেনকে। মূলত আইসিএফ-এর সহযোগিতায় বিএমএল তৈরি করেছে এই ট্রেন। রাতের ট্রেনে যাত্রা নিরাপদ, উন্নত এবং আরামদায়ক করা ট্রেনের মূল লক্ষ্য থাকবে। আসুন এক নজরে দেখে নিই ট্রেনের কাঠামো কেমন--