Ganga Vilas: রাত পোহালেই উদ্বোধন হবে বিলাসবহুল গঙ্গা বিলাসের, দেখে নিন ঝলক
2023-01-12 12:05:43
গঙ্গা বিলাস। বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী। ১৩ জানুয়ারি এই প্রমোদতরীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর প্রদেশের বারাণসী থেকে ভায়া বাংলাদেশ হয়ে অসমের ডিব্রুগড় পর্যন্ত যাত্রা করবে এই প্রমোদতরী।
বিলাসবহুল এই জাহাজ যাত্রা শুরু করবে বারাণসী থেকে। গাজিপুর, বক্সার পেরিয়ে পাটনা হয়ে ক্রুজ পৌঁছবে কলকাতায়। বাংলাদেশের নদীগুলি পেরতে এই প্রমোদতরীর সময় লাগবে ১৫ দিন। তারপর ফের গুয়াহাটি হয়ে ভারতে ঢুকবে।
যাত্রা পথে গঙ্গা এবং ব্রহ্মপুত্রের মতো বিরাট নদী পার হবে। বিলাসবহুল এই জাহাজের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী। ৫০ দিনে সব মিলিয়ে প্রায় ৪ হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে এই জাহাজ।
বিলাসবহুল এই জাহাজে রয়েছে তিনটি ডেক। ১৮টি স্যুইট। ৩৬ পর্যটক। উদ্বোধনী যাত্রায় থাকবেন ৩২ জন পর্যটক। এঁরা সুইজারল্যান্ডের। পুরো যাত্রা পথে তাঁরা গান গাইতে গাইতে যাবেন। জাহাজের ডেকে দাঁড়িয়ে উপভোগ করা যাবে নদীর দু পারের সৌন্দর্য।
যাত্রাপথে ৫০টিরও বেশি জায়গায় থামবে এই প্রমোদতরী। এই জায়গাগুলির মধ্যে থাকবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলি। জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যও পার হবে এই জাহাজ। এর মধ্যে রয়েছে সুন্দরবন ব-দ্বীপ ও কাজিরাঙা জাতীয় উদ্যানও।
প্রমোদতরীতে যাত্রীদের মনোরঞ্জনের ব্যবস্থাও থাকবে। গান শোনানোর ব্যবস্থা থাকবে, থাকবে সাংস্কৃতিক নানা অনুষ্ঠানের আয়োজনও। বিলাসবহুল এই জাহাজেই মিলবে জিম, স্পায়ের সুযোগ।