Fresh Water Lake: পৃথিবীর সেরা দশটি স্বচ্ছ জলের হ্রদ
2022-05-06 17:39:12
গ্রেট বেয়ার লেক (Great Bear Lake): এটি উত্তর আমেরিকার চতুর্থ বড় লেক। । এই গ্রেট বেয়ার লেকের মাঝে রয়েছে ২৬টি দ্বীপ। এই লেকটি সমুদ্র তল থেকে ১৮৬ মিটার উপরে অবস্থিত। এখানে শীতের সময়ে খুব ঠাণ্ডা হয়।
কাস্পিয়ান সাগর (Caspian Sea): নাম সাগর হলেও এটি আসলে একটি লেক বা হ্রদ। যদিও এটি এতই বিশাল যে ভুল করে সাগর বলা যেতেই পারে! এটি রাশিয়া, কাজাখিস্তান, তুর্কেমিনিস্তান, আজারবাইজান এবং ইরানের কিছু অংশ জুড়ে রয়েছে।
লেক মিশিগান (Lake Michigan): এটি হচ্ছে একটি দেশের ভিতর অবস্থানকারী হ্রদগুলির মধ্যে সবচেয়ে বড়। এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের শোভা মনোরম।
গ্রেট স্লেভ লেক(Great Slave lake): কানাডার উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত এটি উত্তর আমেরিকার সবচেয়ে গভীরতম লেক। আয়তনের দিক থেকে পৃথিবীর ১০ম অবস্থানে রয়েছে এই হ্রদ। এর দৈর্ঘ্য ৪৮০ কিলোমিটার এবং এর প্রস্থ ১০৯ কিলোমিটার। হ্যায় নদী থেকে শুরু হয়ে ম্যাকেঞ্জি নদীতে পড়েছে এই হ্রদ। এর নিচে বরফের স্তর জমা হয়ে আছে।
লেক হিউরন (Lake Huron): যুক্তরাষ্ট্রের পশ্চিম অঞ্চল এবং কানাডার পূর্বাঞ্চলে অবস্থিত এই হ্রদ। উত্তর আমেরিকার সবচেয়ে বিখ্যাত লেক হচ্ছে এটি।
লেক বৈকাল (Lake Baikal): উত্তর মঙ্গলীয় সীমান্তে এবং রাশিয়ার দক্ষিণ সাইবেরিয়া অঞ্চলে এই লেকটি অবস্থিত। এই লেকটির অপর নাম হল ‘ন্যাচারস’ বা প্রকৃতি। লেক বৈকালের আনুমানিক বয়স প্রায় ২৫ মিলিয়ন বছর বা তারও বেশি। পৃথিবীর প্রায় ২০ শতাংশ পরিষ্কার জল এই লেকটিতে রয়েছে।
লেক টাংগানিকা (Lake Tanganyika): আফ্রিকার বিখ্যাত লেকগুলির মধ্যে লেক টাংগানিকা একটি। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ স্বচ্ছ জলের হ্রদ। এটি আফ্রিকার বেশ কয়েকটি দেশ তাঞ্জানিয়া,বুরুন্দি,জাম্বিয়ার কিছু অংশ জুড়ে রয়েছে। লেক টাংগানিকা গভীরতার দিক থেকে ২য় স্থানে রয়েছে।
লেক ভিক্টোরিয়া (Lake Victoria): আফ্রিকার সবচেয়ে বড় হ্রদ হল ভিক্টোরিয়া। এর অবস্থান সমগ্র আফ্রিকার বড় অংশ জুড়ে। উগান্ডার ৪৫ শতাংশ, কেনিয়ার ৬ শতাংশ, তাঞ্জানিয়ার ৪৯ শতাংশ রয়েছে এর ভিতরে।
মালবি লেক (Malwi Lake):মালাবি,তাঞ্জানিয়া এবং মোজাম্বিকের কিছু অঞ্চল জুড়ে রয়েছে এই লেক। যাপ্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মালাবি লেক। এখানে অনেক প্রজাতির মাছ পাওয়া যায়। এখানে প্রায় ১০০ ধরনের মাছ পাওয়া যায় বলে বহু মানুষ এখানে জড়ো হন।
লেক সুপিরিয়র (Lake Supirior): এটি হল বিশ্বের সব চেয়ে বড় স্বচ্ছ জলের লেক। আয়তনের দিক দিয়ে বিশ্বের ২য় বৃহৎ হ্রদ হল এটি। দক্ষিণ আমেরিকার সব চেয়ে বড় এই হ্রদ।