২৩ শে সেপ্টেম্বর থেকে ২১ শে মার্চ উত্তর মেরুতে এবং ২১ শে মার্চ থেকে ২৩ শে সেপ্টেম্বর দক্ষিণ মেরুতে যখন একটানা রাত্রি থাকে তখন মাঝে মাঝে আকাশে এক রঙিন আলোর ছটা লক্ষ্য করা যায়। একে উত্তর মেরুতে সুমেরু প্রভা বা আরোরা বেরিয়ালিস (Aurora Borealis) এবং দক্ষিণ মেরুতে কুমেরু প্রভা বা আরোরা অস্ট্রালিস বলে।