২০০ বছরের পরাধীনতার ইতিহাস মনে করে ব্রিটিশদের যতই গালমন্দ করা হোক না কেন, দেশের পর্যটনে যে ব্রিটিশ ঔপনিবেশিকতার অনন্য ভূমিকা আছে তা অস্বীকার করা জ্যায় না। বাঙালির চিরকালীন দার্জিলিং আজ আবেগ হতোই না, যদি না ব্রিটিশদের পা সেখানে পড়ত। ভারতে এরকম আরও অনেক পাহাড়ি গ্রাম বা হ্যামলেটে আজও ব্রিটিশ ঔপনিবেশিক সংস্কৃতির ছোঁয়া লেগেই রয়েছে।