India-Russia Defense Collaboration: রাশিয়ার ‘ম্যাঙ্গো’ তৈরি হবে ভারতে, উড়ে যাবে শত্রুদের ট্যাঙ্ক!
2024-07-09 19:53:33
ম্যাঙ্গো শব্দ শুনলেই আমাদের মনে ফুটে ওঠে সুস্বাদু ফল। এবার ভারতেই তৈরি হতে চলেছে এক ধরনের নতুন ম্যাঙ্গো যা চিন পাকিস্তানের মতো শত্রুদের ঘুম উড়িয়ে দিচ্ছে।
পাঠকরা ভাবছেন এ আবার কেমন ধরনের আম! যে আম শত্রুদের ভয়ের কারণ! আসলে এ ম্যাঙ্গো হল এক ধরনের গোলা যা শত্রুদের ট্যাঙ্ক উড়িয়ে দিতে পারে।
এই অস্ত্রের পোশাকি নাম ‘ম্যাঙ্গো আর্মার-পিয়ার্সিং ট্যাঙ্ক রাউন্ড’ বা ‘ম্যাঙ্গো রাউন্ড’। ট্যাঙ্ক থেকে ছোড়া হয় এই গোলা। এটি খুবই শক্তিশালী।
ম্যাঙ্গো নামের এই গোলা সোজা শত্রুপক্ষকে ট্যাঙ্কে গিয়ে আঘাত করবে। একেবারে ভিতরে ঢুকে যাবে ট্যাঙ্কের, সেখানেই হবে বিস্ফোরণ।
প্রসঙ্গত, এই গোলা ভারত ও রাশিয়া যৌথভাবে তৈরি করবে। ভারতের মাটিতে তৈরি হবে একের পর এক ম্যাঙ্গো রাউন্ড।
ইতিমধ্যে রাশিয়া জানিয়েছে যে তারা ম্যাঙ্গো রাউন্ড তৈরি করতে শুরু করেছে। ভারত রাশিয়া সফলভাবে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যেভাবে, সেই ভাবেই তৈরি হবে এই ম্যাঙ্গো।
রোস্টেক কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘ম্যাঙ্গো রাউন্ড’ টি-৯০ ট্যাঙ্কের জন্য তৈরি করা হচ্ছে। প্রতিরক্ষা ক্ষেত্রে এই গোলার নাম ৩ভিবিএম১৭। এই গোলা খুবই শক্তিশালী।
সোমবারই রাশিয়া সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তিনি। সেখানেই একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারত-রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার পাশাপাশি সামরিক বিষয়ে আলোচনা হয়েছে মোদি-পুতিনের মধ্যে।
জানা গিয়েছে, ‘মেক ইন ইন্ডিয়া’ এবং আত্মনির্ভর ভারত— এই দুই প্রকল্পের অধীনেই দেশের মাটিতে তৈরি হবে ‘ম্যাঙ্গো রাউন্ড’।