Modi Germany G7 Meet: সবুজায়ন থেকে বিশ্ব কল্যাণ— ভারতের ভূমিকা জি-৭ বৈঠকে তুলে ধরলেন মোদি
2022-06-27 19:22:10
জার্মানির মিউনিখ শহরে জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের সম্মেলনে ভারতকে অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
জি-৭, অর্থাৎ "গ্রুপ অফ সেভেন" গোষ্ঠীটি সাতটি দেশ নিয়ে তৈরি। এই দেশগুলি হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
সম্মেলনের জলবায়ু, শক্তি এবং স্বাস্থ্য বিষয়ক একটি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে সবুজায়ন, পরিচ্ছন্ন শক্তি, সুষ্ঠু জীবনধারা ও বিশ্ব কল্যাণে ভারতের ভূমিকার কথা উল্লেখ করেন।
এর আগে, প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানান জার্মান চান্সেলর ওলাফ স্কোলৎজ। পরে, দুই রাষ্ট্রনেতার মধ্যে আলাদা করে দ্বিপাক্ষিক কথাও হয়।
মোদি এর পর এক এক করে বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। মোদির সঙ্গে সাক্ষাৎ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন নিজে অনেকটা হেঁটে এসে মোদির সঙ্গে করমর্দন করলেন। বলা যেতে পারে, এটি সেরা মুহূর্তগুলির অন্যতম।
বিশেষ বন্ধু ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রঁর সঙ্গে খোশমেজাজে দেখা যায় প্রধানমন্ত্রীকে।