বিশ্বের সবচেয়ে বড় বিষ্ণু মন্দির রয়েছে কম্বোডিয়ার আঙ্কোরভাটে। নিউ জার্সির মন্দিরটি দ্বিতীয় বৃহত্তম বলে দাবি করেছেন নির্মাণকারীরা। একটি মূল সৌধের উপর দাঁড়িয়ে রয়েছে গোটা অক্ষরধাম মন্দিরটি। এছাড়া দেবালয়টিতে আছে ১২টি আরও ছোট ছোট সৌধ, ৯টি শিখর ও ৯টি পিরামিড আকৃতির স্থাপত্য়।