জি-৭ বৈঠকে যোগ দিতে গিয়ে পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁর সঙ্গে একান্ত আলাপচারিতা সারেন মোদি। চলে চা-য়ে পে চর্চা।
দুই দেশের প্রধান যেভাবে একে অপরকে আলিঙ্গন করে অভ্যর্থনা জানান, তার মধ্য দিয়ে দুই দেশের মজবুত দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত প্রকাশ পেয়েছে।
জি-৭ বৈঠকে যোগ দিতে রবিবার সকালে জার্মানি পৌঁছেছেন মোদি। এ বারের বৈঠকের জন্য জার্মানিতে দু’দিন কাটাবেন প্রধানমন্ত্রী। এই গ্রুপে রয়েছে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, দুই দেশের প্রধানের বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, ওষুধ শিল্প, ডিজিটাল অর্থনীতি ও কোভিড টিকা নিয়ে কথা হয়েছে।
একইসঙ্গে তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বৈদেশিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হয়েছে। ইন্দো-ফ্রান্স কূটনৈতিক সম্পর্ক পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন দুই নেতা।