এই শক্তিশালী যুদ্ধজাহাজে ১৮ জন অফিসার এবং ১৮০ জন নাবিক থাকতে পারবেন। উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং ২৪টি মাঝারি পাল্লার মিসাইল এতে মোতায়েন করা হয়েছে। এটি তলোয়ার শ্রেণির স্টিলথ ফ্রিগেট সিরিজের রণতরী। তবে, পূর্বসূরির তুলনায়, আইএনএস তুশিল অনেক বেশি আধুনিক। এই জাহাজটি সর্বোচ্চ ৫৯ কিমি প্রতি ঘণ্টা বেগে চলতে পারে।