Lunar Eclipse in Pics: বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা গেল না দেশ থেকে
পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে আসে তখন চাঁদ সম্পূর্ণ বা আংশিকভাবে ঢেকে যায়। এই অবস্থাকে আংশিক বা পূর্ণ চন্দ্রগ্রহণ হয়। অর্থাৎ সূর্য, চাঁদ ও পৃথিবী একই রেখায় এলে চন্দ্রগ্রহণ হয়। চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়ে গেল সোমবার, ১৬ মে, বুদ্ধপূর্ণিমার দিন।
যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে আসে,তখন চন্দ্রগ্রহণ হয়। এ অবস্থায় পৃথিবীর ছায়া চাঁদের আলোকে ঢেকে দেয়। যখন সূর্যের আলো পৃথিবীর প্রান্ত দিয়ে চাঁদে পৌঁছায়,তখন এর নীল এবং সবুজ রং বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, কারণ তাদের তরঙ্গ দৈর্ঘ্য কম। যেখানে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং এটি চাঁদে পৌঁছতে পারে । এমন অবস্থায় চাঁদ লাল দেখাতে শুরু করে । একে ব্লাড মুন বলা হয়। এই ছবিটি ১৫ মে রাতে, আমেরিকার ক্যালিফোর্নিয়ার।
চন্দ্রগ্রহণের এই ছবিটি আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সের। এছাড়াও সান্তিয়াগো এবং চিলি সহ দক্ষিণ-পশ্চিম ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া,আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক এবং অ্যান্টার্কটির্ক কায় দেখা গিয়েছে। ভারতে তা দেখা যায়নি।
এক ঘণ্টা ২৫ মিনিট ধরে চলবে এই গ্রহণ। দক্ষিণ গোলার্ধের বেশির ভাগ জায়গা থেকেই এই গ্রহণ দেখা যায়। এই সময় চাঁদের রং লালাভ ছিল।
ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণ হয় ১৬ মে সকাল ৭টা ৪০ মিনিটে। তাই ভারত থেকে এই গ্রহণ দেখা যায়নি। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে ৮ নভেম্বর, ২০২২।
Tags: