Andromeda Galaxy: অ্যান্ড্রোমেডা ছায়াপথের সবচেয়ে বড় ছবি প্রকাশ নাসার, দেখুন
ছায়াপথের সবচেয়ে বড় ছবি প্রকাশ করল নাসা। অ্যান্ড্রোমেডা ছায়াপথের (Andromeda Galaxy) ছবি এর আগেও প্রকাশ করেছে নাসা (NASA)। কিন্তু এইবার ছায়াপথটির সবচেয়ে বড় ছবিটি প্রকাশ করল আমেরিকার এই মহাকাশ গবেষণা কেন্দ্র।
ছবিগুলি প্রকাশ করে নাসা লিখেছে, "নাসা হাবেল সাত বছর আগে আমাদের প্রতিবেশী ছায়াপথের সবচেয়ে বড় এবং পরিষ্কার ছবিগুলি তুলেছে। ৪৮ হাজার আলোকবর্ষকে এই ছবিতে তুলে ধরা হয়েছে। ১০ কোটি নক্ষত্রকে দেখা যাচ্ছে এই ছবিতে। আমাদের থেকে ২৫ লক্ষ আলোকবর্ষ দূরে রয়েছে অ্যান্ড্রোমেডা ছায়াপথ। অ্যান্ড্রোমেডা এবং আকাশগঙ্গা এই দুটি ছায়াপথই আকারে প্রায় সমান। আমাদের এই প্রতিবেশী ছায়াপথ নিয়ে গবেষণা করে আমরা নিজেদের ছায়াপথ সম্পর্কেও অনেক কিছু জানতে পারব।"
ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ছবিগুলি। প্রায় ১২ লক্ষ লাইক এবং ২০০০ - এরও বেশি কমেন্ট এসেছে এই ছবিগুলিতে।
Messier 31, M31, বা NGC 224 - এই নামগুলিতেও ডাকা হয় অ্যান্ড্রোমেডা ছায়াপথকে। এটি একটি স্পাইরাল ছায়াপথ। ব্যাস প্রায় ১৫২,০০০ আলোকবর্ষ। এতটা দূরত্বের কারণে এই ছায়াপথ সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। কিন্তু এই ছায়াপথে পৃথিবীর মতো গ্রহ থাকতে পারে বলে মত বিজ্ঞানীদের।
বিজ্ঞানীরা মনে করেন ৪০০-৫০০ কোটি বছর পর আকাশগঙ্গা এবং অ্যান্ড্রোমেডা ছায়াপথে সংঘর্ষ হতে পারে এবং একটি ছায়াপথে পরিণত হতে পারে এই দুই ছায়াপথ।
Tags: