Solar Eclipse: মহাজাগতিক দৃশ্য! পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকল উত্তর আমেরিকা
2024-04-09 13:07:14
দিনেই রাত্রি নেমে এল। সোমবার ৮ এপ্রিল এক বিস্ময়কর সূর্যগ্রহণের সাক্ষী থাকল বিশ্ববাসী। সোমবার তিন দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে দেখা মিলল এই বিস্ময়কর সূর্যগ্রহণের।
পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ যখন অবস্থান করে তখন ঘটে সূর্যগ্রহণ। সেই মুহূর্তে চাঁদের ছায়া পড়ে সূর্যের উপর। কখনও চাঁদ প্রায় পুরোপুরি সূর্যকে ঢেকে দেয় কখনও আবার আংশিক ভাবে চাঁদের ছায়ায় ঢাকা পড়ে যায় সূর্যের আলো। নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টির কাছে ক্যামেরা বন্দি দৃশ্য।
এই সূর্যগ্রহণকে 'গ্রেট নর্থ আমেরিকান এক্লিপসও বলা হচ্ছে। প্রথম আংশিক সূর্যগ্রহণ দেখায় মেক্সিসোর পশ্চিম উপকূল থেকে। টেক্সাসের ইগল পাস থেকে তোলা ছবি।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য় অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একাধিক জায়গা থেকে দেখা যায় সূর্যগ্রহণ। তবে সেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়নি। সূর্যগ্রহণের সময় সান-স্পট দেখা যাচ্ছে।
সোমবার ৮ এপ্রিল আমেরিকার স্থানীয় সময় ১১টা ৭ মিনিটে এই সূর্যগ্রহণ শুরু হয়। ওয়াশিংটন থেকে সূর্গ্রহণের দৃশ্য।
চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দিলে হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তখন পৃথিবীর উপর ছায়া পড়ে। পৃথিবীর যে অংশে ওই ছায়া অঞ্চল তৈরি হয় সেখানকার বাসিন্দারা পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকতে পারেন। মেক্সিকোতে সূর্যগর্হণ দেখতে উৎসুক মানুষের ভিড়।
মহাজাগতিক এই ঘটনাকে নিয়ে উত্তর আমেরিকার নিউফাউন্ডল্যান্ড, ডালাস, ফিলাডেলফিয়া সহ একাধিক শহরে উৎসাহ ছিল তুঙ্গে।
ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যায়নি। লাইভ লাইভ স্ট্রিমের মাধ্যমে নাসা সম্পূর্ণ ভার্চুয়ালি এই সূর্যগ্রহণ দেখায়।