মহাকাশ থেকে পৃথিবীকে বরাবরই অপূর্ব সুন্দর লাগে। আবারও এই অভিজ্ঞতার মুখোমুখি খুব কম মানুষই হতে পারেন। এবার তবে তেমন কিছুই ছবি সামনে আনল আমেরিকার মহাকাশ সংস্থা নাসা। দেখা যাচ্ছে, ভিন্ন রূপে ধরা দিয়েছে পৃথিবী। দীর্ঘ বছর ধরে নাসার তরফে মহাকাশ থেকে পৃথিবীর চোখ ধাঁধানো ছবি তোলা হয়েছে। মহাকাশচারী, ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার ও হাবেল স্পেস টেলিস্কোপ অগণিত ছবি তুলেছে। সেগুলোই আপনাদের জন্য তুলে ধরা হল।