মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের (IPL 2022) পরে এবার নিজের দেশেই দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি (T20) সিরিজের পাঁচটি ম্যাচে খেলবে ভারত। বৃহস্পতিবার অর্থাৎ ৯ জুন থেকে শুরু হবে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। এই বছরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) রয়েছে অস্ট্রেলিয়ায়। ফলে ওয়ার্ল্ডকাপের কথা ভেবে ভারতীয় ক্রিকেট দল এই সিরিজে তরুণ ক্রিকেটারদেরকেই সুযোগ দিতে চাইছে, তাদের প্রতিভা পরখ করে নেওয়ার জন্য। তবে দেখে নেওয়া যাক এই তরুণ ক্রিকেটারদের মধ্যে কাদের প্রতি বিশেষ নজর রাখা হবে।