Commonwealth Games: কমনওয়লথ গেমসে ভারতের হয়ে নজরকাড়া সাফল্য
2022-07-30 15:09:36
পিস্তল শুটার যশপাল রানা কমনওয়েলথ গেমসে ভারতীয়দের মধ্যে সবচেয়ে সফল। তিনি মোট ১৫ টি পদক জিতেছেন। এর মধ্য়ে ৯ টি সোনা, চারটি রুপো এবং দুটি ব্রোঞ্জ। শুটিংয়ে ভারতের ব্যপক সাফল্য। কিন্তু বার্মিংহ্যাম গেমসে শুটিং নেই।