Fifa World Cup: কেমন হল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান? দেখুন ছবি
2022-11-21 16:46:20
শুরু হয়ে গিয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপ (Fifa World Cup)। রবিবার সন্ধ্যায় কাতারের দোহার আল বায়াত স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হল উদ্বোধনী অনুষ্ঠান।
ফুটবলই মুছে দিতে পারে সব ভেদাভেদ। সেই বার্তাই দেওয়া হল অনুষ্ঠানে। দেওয়া হল সাম্যের বার্তা।
নির্ধারিত সময়ের কিছুটা পরেই শুরু হল উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমে গানের অনুষ্ঠান হয়।
বিশ্বকাপে ঐক্যের বার্তা শোনাতে হাজির হন হলিউডি অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান।
তাঁর সঙ্গে মঞ্চে প্রবেশ করে কাতারের বিশেষ ভাবে সক্ষম ঘানেম আল-মুফতাহ।
চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান।
৪০ হাজারেরও বেশি ফুটবল প্রেমী উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করার জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এ বারের বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দেশের পতাকা নিয়ে বিশেষ প্রদর্শনী হয়। স্টেজের মধ্যে একে একে এসে উপস্থিত হয় প্রতিটি দেশের জার্সিও! অপূর্ব টেকনোলজির ব্যবহার চোখে পড়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন বিটিএস তারকা জংকুক।