বার্মিংহামে চলতি কমনওয়েলথ গেমসে এক ইতিহাস গড়ার লক্ষ্যে ভারতীয় ক্রীড়াবিদরা। আগের সমস্ত পারফম্যান্সকে ছাপিয়ে যেতে মরিয়া ভারত। ২৮ জুলাই থেকে শুরু হয়েছে বার্মিংহাম কমনওয়েলথ গেমস। এবছর ভারতের ২০০-র বেশি ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছেন। সব মিলিয়ে ৩০০-র বেশি সদস্যের দল পাঠিয়েছে ভারত। গতবছর টোকিও অলিম্পিক্সের রেকর্ড পারফর্ম্যান্সের পরে স্বাভাবিকভাবেই কমনওয়েলথ গেমসে ভারতীয় খেলোয়াড়দের কাছে আরও বেশি আশা করছে পুরো দেশবাসী। কমনওয়েলথ গেমস ৫দিনের মাথাতেই এখনও পর্যন্ত ভারত ছটি পদক পেয়েছে। যার মধ্যে তিনজন স্বর্ণপদক প্রাপ্ত, দুজন রুপো পেয়েছেন ও একজন ব্রোঞ্জ পেয়েছেন। যেসব ভারতীয় খেলোয়াড়রা এই পদক গুলো পেয়েছেন তাঁদের সম্পর্কে বিস্তারিত বলা হল।