IPL: কোন দল কতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে জানেন? দেখুন তালিকা
2022-06-04 19:14:15
কলকাতা নাইট রাইডার্স: এই দল ২০১২ ও ২০১৪ সালে আইপিএলে জয়লাভ করেছে।২০১২ সালে চেন্নাই সুপার কিংস-কে ও ২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাব-কে পরাজিত করে আইপিএল-এ চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।
মুম্বাই ইন্ডিয়ান্স: আইপিএলের সমস্ত দলের মধ্যে সর্বাধিক ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ সালে আইপিএলে জয়ী হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর এই জয়লাভ রোহিত শর্মার অধিনায়কত্বেই এসেছে।
চেন্নাই সুপার কিংস: সর্বাধিক আইপিএলের শিরোপা পাওয়ার তালিকায় চেন্নাই সুপার কিংস ( Chennai Super Kings) দ্বিতীয় স্থানে রয়েছে। চেন্নাই ২০১০, ২০১১, ২০১৭, ২০২১ সালে মোট চারবার জয়ী হয়েছে। এই দল আইপিএলের ফাইনালে পৌঁছনোর সর্বাধিক রেকর্ড করেছে।
গুজরাট টাইটানস: ২০২২ সালের আইপিএল-এ চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটানস (Gujrat Titans)। এবারের আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ৭ উইকেটে রাজস্থান রয়েলস-কে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে গুজরাট টাইটানস।
সানরাইজার্স হায়দ্রাবাদ: ২০১৬ সালে আইপিএল-এর ফাইনালে রয়াল চ্যালেঞ্জার্স ( Royal Challengers)-কে ৮ রানে হারিয়ে আইপিএল-এ জয়ী হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad) ।
ডেক্যান চার্জাস: আইপিএলের প্রথম সিজনের পর ২০০৯ সালে সাউথ আফ্রিকায় ডেকান চার্জার্স (Deccan Chargers) জয়ী হয়। প্রাক্তন অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist) -এর অধিনায়কত্বে ডিসি জয়লাভ করে।
রাজস্থান রয়্যালস: রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ২০০৮ সালে প্রথমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়। কিন্তু তারপর ১৫ বছরে একবারও জয়লাভ করতে পারেনি।