টেনিস জগতে উজ্জ্বলতম নক্ষত্র রজার ফেডেরার। নিজের টেনিস কেরিয়ারে মোট ২০টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন রজার ফেডেরার। তার মধ্যে সবথেকে বেশিবার জিতেছেন উইম্বলডন। ৮ বার তিনি উইম্বলডন জিতেছেন। ২০০৩,২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৯ , ২০১২ ও ২০১৭ সালে উইম্বলডন জেতেন রজার ফেডেরার।