Sporting Achievements: শেষ হতে চলল ২০২২, ফিরে দেখা ভারতের ক্রীড়া সাফল্য
শেষ হতে চলল ২০২২। নতুন বছরকে স্বাগত জানাতে চলেছে গোটা বিশ্ব। এই বছর ক্রীড়ায় বেশ কিছু সাফল্য পেয়েছে ভারত। ফিরে দেখা যাক সেই গৌরবময় অধ্যায়।পাভো নুরমি গেমসে নয়া জাতীয় রেকর্ড গড়েছেন নীরজ চোপড়া। পেয়েছেন রুপোর মেডেল। এই বছরই বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেও রুপো জিতেছেন তিনি।
কমনওয়েলথ গেমসে এবছর ৬১টি পদক পেয়েছে ভারত। এর মধ্যে ২২টি সোনা, ১৬টি রুপো, ২৩টি ব্রোঞ্জ।
নিখাত জারিন এবছরই আইবিএ ওয়ার্ল্ড উইমেন বক্সিং চাম্পিয়নশিপ জিতেছেন।
ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল এবছরই ব্যাংককে থমাস কাপ জিতেছে।
এফআইএইচ মহিলা জাতীয় কাপ জিতেছে ভারতীয় মহিলা হকি দল।
ITTF-ATTU এশিয়ান কাপ টুর্নামেন্টে ব্রোঞ্জ জিতেছেন টেবিল টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা।
এবছরই ১,০২১ দিন পরে আফগানিস্তানের বিরুদ্ধে ৭১তম সেঞ্চুরিটি করেন বিরাট কোহলি।
কমনওয়েলথ গেমসে এবছরই রুপো জিতেছে মহিলা ক্রিকেট দল।
Tags: