T20 World Cup 2024: বিশ্বজয়ের মঞ্চ থেকেই বাই বাই বিরাট-রোহিতদের! আর কারা অবসর নিলেন?
2024-07-03 16:04:43
অবশেষে ১৩ বছর পর আইসিসি ট্রফি জিতেছে ভারত। তা-ও আবার বিশ্বকাপ। বিশ্বজয়ের মঞ্চ থেকেই টিটোয়েন্টি ক্রিকেটকে বাই বাই জানিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।
অবশেষে স্বপ্নপূরণ। একটা বৃত্ত সম্পন্ন। টি-টোয়েন্টি ক্রিকেট থেকেই আন্তর্জাতিক কেরিয়ার শুরু ভারত অধিনায়ক রোহিত শর্মার। তারপর দীর্ঘ পথ চলা। ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে এটিই তাঁর কাছে সবচেয়ে প্রিয়। কিন্তু আর নয়। মধুর শেষটাই চেয়েছিলেন রোহিত। হলও তাই।
বিশ্বকাপে চুম্বন করার আনন্দই আলাদা। অনেকদিন ভারতের পতাকা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবার পতাকা ওপরে রাখার দায়িত্ব তরুণ প্রজন্মকে দিয়ে গেলেন কিং কোহলি। বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরার পুরস্কার নিয়ে সেখানেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের কথা জানালেন কোহলি।
টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরে রোহিত, বিরাটের মতোই, রবীন্দ্র জাদেজাও এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে এই কথা জানান স্যার জাদেজা।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি তিনি। ২০২৪ বিশ্বকাপ শুরুর আগেই ঘোষণা করেছিলেন এটিই তাঁর শেষ টি২০ বিশ্বকাপ। সবধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ডেভিড ওয়ার্নার।
নিউ জিল্যান্ডের বাঁহাতি ব্যাটার কলিন মুনরো। ২০২৪ বিশ্বকাপের শুরুর আগেই নিজের অবসর ঘোষণা করেন তিনি।
উগান্ডা ক্রিকেট দলের অধিনায়ক ব্রায়ান মাসাবা। টি-২০ বিশ্বকাপের শেষে এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন মাসাবা।
নিউ জিল্যান্ডের ক্রিকেট কিংবদন্তী বোলার ট্রেন্ট বোল্ট। এক সাক্ষাৎকারেই তিনি জানিয়েছিলেন, ২০২৪ এর টি-২০ ই হবে, তাঁর জীবনের শেষ টি-২০ বিশ্বকাপ।
নেদারল্যান্ডসের জনপ্রিয় খেলোয়াড় সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। ২০২৪-এর টি২০ বিশ্বকাপ থেকে থেকে নেদারল্যান্ডস বেরিয়ে যাওয়ার পরেই অবসরের ঘোষণা করেন সাইব্র্যান্ড।
নামিবিয়ার জনপ্রিয় খেলোয়াড় ডেভিড উইজ। ২০২৪ টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরেই অবসর ঘোষণা করেন এই তারকা প্লেয়ার।