WPL: আজ থেকে শুরু হচ্ছে মেয়েদের প্রিমিয়ার লিগ! দেখে নিন পঞ্চকন্যাকে
2023-03-04 17:26:54
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শুরু হচ্ছে মেয়েদের প্রিমিয়ার লিগ। প্রথম সংস্করণে অংশ নিচ্ছে পাঁচটি দল। আজ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গুজরাত জয়ান্টসস ও মুম্বই ইন্ডিয়ান্স। ২৩ দিন ধরে চলবে এই প্রতিযোগিতা।
হরমনপ্রীত কউর ( মুম্বই ইন্ডিয়ান্স): টি ২০ ফরম্যাটে দারুণ অভিজ্ঞ হরমনপ্রীত। ১২০টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। দেশকে জিতিয়েছেন বহু ম্যাচ।
স্মৃতি মান্ধানা ( রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু): ওপেনার হিসাবে যথেষ্ট সুনাম রয়েছে স্মৃতির। আরসিবি ব্যাটিংয়ের বড় ভরসা তিনি। স্মৃতিকে নেওয়ার জন্য ৩.৪ কোটি টাকা খরচ করেছে বেঙ্গালুরু ফ্রাঞ্চাইজি।
মেগ লানিগ ( দিল্লি ক্যাপিটালস):চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে তার। সম্প্রতি তাঁর নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। সেমিফাইনালে হারিয়েছিল ভারতকে। মহিলাদের প্রিমিয়ার লিগে অবশ্যই তাকে ঘিরে রয়েছে বাড়তি প্রত্যাশা।
আলিশা হিলি (ইউ পি ওয়ারিয়ার্স): অস্ট্রেলিয়ার হয়ে ১৩৯টি টি-টোয়েন্টি ম্যাচে আড়াই হাজারের মতো রান করেছেন তিনি। নামের পাশে একটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ১৪ টি অর্ধশত রানের ইনিংস। দক্ষ উইকেট কিপার ব্যাটার হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে আলিশা হিলি
বেথ মুনি (গুজরাট টাইটান্স): মহিলাদের প্রথম প্রিমিয়ার লিগে অস্ট্রেলিয়ান মেয়েদের প্রাধান্য স্পষ্ট। গুজরাট টাইটান্স ক্যাপ্টেনের দায়িত্ব সঁপেছে অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান বেথ মুনির হাতে।