শেষ দিন সোমবার সকালে মহড়া শুরু হয় সকাল সোয়া ৯টা নাগাদ। প্রথমেই গগনভেদী শব্দে আকাশের বুক চিরে এক এক করে উড়ে যায় সুখোই, রাফাল, জাগুয়ার, তেজস ও এফ-১৫ই। এর কিছুক্ষণ পর লো ফ্লাই-বাই করে সুখোই। এর পরই, দেখা যায় পাঁচটি বিমানকে ‘ভিক’ ফর্মেশনে ফ্লাই-পাস্ট করতে। পাঁচটি জেট ইঞ্জিনের সেই সমবেত আওয়াজে যেন গোটা কলাইকুন্ডা কেঁপে উঠেছিল।