Money Recovered: গত ৬ মাসে রাজ্যের দিকে দিকে উদ্ধার বিপুল নগদ, দেখুন কবে, কোথায়
দুর্নীতির পাঁকে ডুবে বাংলা। ইতিউতি উদ্ধার হচ্ছে রাশি রাশি নগদ টাকা। টাকার উৎস জানতে কয়েকটি ক্ষেত্রে তদন্ত করছে ইডি। তবে টাকা উদ্ধারের বিরাম নেই। গত কয়েক মাসে কোথায় কোথায় টাকা উদ্ধার হয়েছে দেখে নিন। গত বছর ২২ জুলাই অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২২ কোটি টাকা।
১৮ নভেম্বর হাওড়া স্টেশনে বাজেয়াপ্ত হয় ৩৮.৫ লক্ষ টাকা।
৩০ জুলাই ঝাড়খণ্ডের তিন এমএলএর কাছ থেকে উদ্ধার হয় ৪৯ লক্ষ টাকা।
মালদহের গাজোলের এক মাছ বিক্রেতার কাছ থেকে উদ্ধার হয় ১.৩৯ কোটি টাকা।
১০ সেপ্টেম্বর গার্ডেনরিচের এক ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার হয় ১৭ কোটি টাকা।
১৫ অক্টোবর হাওড়া থেকে কলকাতা পুলিশ উদ্ধার করে ২ কোটি টাকা।
১৬ অক্টোবর হাওড়ার এক চ্যাটার্ড অ্যাকাউন্টের কাছ থেকে উদ্ধার হয় ৮.৫০ কোটি টাকা।
শিবপুরে একটি বাড়ি থেকে উদ্ধার হয় ২.২১ কোটি টাকা।
চলতি বছরের ৭ জানুয়ারি খড়দহের এক শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয় ৩২ লক্ষ টাকা।
১২ জানুয়ারি আয়কর দফতর হানা দেয় বিধায়ক তৃণমূলের জাকির হোসেনের মুর্শিদাবাদের বাড়ি ও ব্যবসা ক্ষেত্রে। উদ্ধার হয়েছে ১৬ কোটি টাকারও বেশি।
Tags: